ঝাড়খণ্ড, ১৬ অগাস্ট, ২০২০: এভাবে তাঁকে চলে যেতে দেওয়া যায় না। মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করলেও তাঁকে এমন অনাড়ম্বর বিদায় দিতে নারাজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ধোনি ঝাড়খণ্ডের সন্তান। ঝাড়খণ্ডের গর্ব। তাঁকে সরকারিভাবে বিদায় জানানো উচিত বলে মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ভারতের টিকা আসতে বছরখানেক, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অনুরোধ, মহেন্দ্র সিং ধোনি যেন অবসর ভেঙে ফিরে আসেন। বিশ্বক্রিকেটের এমন বর্ণময় চরিত্র এত নীরবে অবসর নিতে পারেন না। কোনও বিদায়ী ম্যাচ নয়, নিদেনপক্ষে একটা বিদায়ী ভাষণও নয়, শুধুই ইনস্টাগ্রামে একটা পোস্টের মধ্যে দিয়ে অবসর! মেনে নিতে পারছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
হেমন্ত সোরেন চাইছেন, ঝাড়খণ্ডের গৌরব ঝাড়খণ্ডের মাটি থেকেই বিদায় নিন। রাজ্যের তরফ থেকে ধোনির বিদায়ী ম্যাচের আয়োজন করতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি অনুরোধ জানিয়েছেন, এই ম্যাচটি খেলার জন্য যেন অবসর ভেঙে ফিরে আসেন মহেন্দ্র সিং ধোনি।