করোনা নিরাময়ে এবার নতুন সিদ্ধান্ত নিলেন কেন্দ্র। মিশ্র প্রক্রিয়ার টিকা দানের চিন্তাভাবনা করেছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সূত্রের খবর, কোভিশিল্ড এবং কো ভ্যাক্সিন যৌথ ভাবে পরীক্ষায় রাজি ‘ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’। ভেলোরের অন্তর্গত ‘ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের’ স্বেচ্ছাসেবীদের উপরে এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন কতোটা কার্যকরী।
করোনার ডেল্টা রূপ নিয়ে শঙ্কিত সকলেই৷ ভারতের বহু মানুষের শরীরে ইতিমধ্যেই পাওয়া গেছে নমুনাটি৷ ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ এড়াতে বড়ো কোন পদক্ষেপ নেওয়া জরুরি। করোনার এই নয়া রূপটির অত্যধিক প্রভাব বিস্তারের আগেই প্রতিরোধের জন্য তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসা বিভাগ। গত ২৯ জুলাই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ককটেল পরীক্ষার অনুমতি দেন ডিজিসিআই
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চএর তত্ত্বাবধানে এই ককটেল টিকাটি আগেও ১৮ জন ষাটোর্ধ মানুষের উপরেও প্রযোগ করে দেখা হয়েছে। এর মধ্যে ১১জন পুরুষ ও ৭ জন নারী। মানবদেশে প্রথমে কোভিশিল্ড তারপর ছয় সপ্তাহ ব্যবধানে কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়৷ পরীক্ষা সম্পূর্ণ হলে আই সি এম আর জানান একসাথে দুটি টিকার প্রয়োগ যেমন নিরাপদ তেমনি এটি রোগ প্রতিরোধ করতেও সক্ষম। যদিও বিষয়টি আরও পরীক্ষার মাধ্যমে তবেই প্রয়োগ শুরু হবে বলে জানান তারা।