সারা বিশ্ব যখন চিনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন চাইনিজ স্যাটেলাইট নেভিগেশন ‘BeiDou’র এক আধিকারিক রান চেঙ্গকি শোনালেন আশার বাণী। অ্যাপেল আইফোন ১২ সিরিজের ফোনগুলোয় দেখা যেতে পারে এই নেভিগেশন। GSM Arena’র প্রতিবেদন অনুযায়ী ১০০ মিলিয়ন ইয়ুজার সম্পন্ন ২০০ টির ওপর দেশে নজর রাখা এই জিপিএস এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১২০ টির কাছাকাছি দেশে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে।
দেখুন ভিডিও