ভারতীয় দূতাবাস থেকে আপডেট করা সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য মুছে দিল চিনা সোশাল মিডিয়া উইচ্যাট।
‘দেশের গুপ্ত কথা এভাবে প্রকাশ্যে এলে তা জাতীয় নিরাপত্তার পক্ষে হানিকারক’, তাদের কাজের পিছনে এই যুক্তি দেখিয়েছে জনপ্রিয় চিনা সোশাল সাইট।
উইচ্যাট-এর ওই ডিলিট করা তালিকায় কী কী ছিল?
সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তো ছিলই। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে ইন্দো-চিন দু দেশের বিদেশ মন্ত্রীর ফোনালাপের বিষয়টিও ছিল। আর ছিল পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত একটি স্টেটমেন্ট।
উইচ্যাট ব্যবহারকারীরা এ ঘটনা প্রথম নজর করেন শনিবার সকালে। একটি পপ আপ, তারপর স্ক্রিনে আসে—এটি পোস্টদাতা কর্তৃক ডিলিটেড। কিন্তু ভারতীয় দূতাবাস কোনও পোস্ট ডিলিট করার কথা অস্বীকার করে। তাদের পোস্টের একটি স্ক্রিনশটও তুলে দেয়। তারপরেই সমস্ত সন্দেহের তির গিয়ে পড়ে চিনা সোশাল সাইটের ওপর।