প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবে বলেছেন, ভারত তার নিজের ভূখণ্ড রক্ষা করতে সক্ষম। তত্পর। তার পর চব্বিশ ঘণ্টাও কাটল না। চিন স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, গালওয়ান তাদের। চিনের বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হল, তাদের ভূখণ্ড, যা ভারত অধিকার করে রেখেছে, সেগুলোর উদ্ধারকাজের প্রথম ধাপ হল এই গালওয়ান।
চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাও লিজ্জন বলেছেন, গালওয়ানের এই বিতর্কিত অংশটি আসলে চিনের ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’-এর অন্তর্গত। ভারত এই জায়গার ওপর বেআইনিভাবে পরিকাঠামো নির্মাণ করছে।
‘অনেক বছর ধরেই চিনের সীমান্তরক্ষী বাহিনী এই জায়গায় পেট্রলিং করে। এবছরের এপ্রিল মাস থেকে একতরফাভাবে ভারত এখানে একের পর এক নির্মাণ করেই যাচ্ছে। এই ঊপত্যকায় রাস্তা তৈরি করছে। সেতু তৈরি করছে। চিন সরকারিভাবে আপত্তি জানিয়েছে। কিন্তু ভারত কর্ণপাত করেনি। আজকের এই সীমান্ত-বিরোধকে ভারতই উস্কেছে, একতরফাভাবে‘—বলছেন জাও লিজ্জন।