কলকাতা, ১৫ নভেম্বর, ২০২০ঃ প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর৷ বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের
মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্য সরকারের তরফে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের সমস্ত খবরাখবর রাখতেন।
আরও পড়ুন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবরে, শোকাহত রাজবাড়ীর শহর মহিষাদল
মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঁচ চিকিৎসক এর স্পেশাল টিম ছিল অভিনেতার চিকিৎসার জন্য৷ চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন করোনা আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে করোনা মুক্ত হওয়ার খবরে আশা জেগেছিল বাঙালির মনে৷ অপুর সংসারজীবন আগের মতই স্বাভাবিক ছন্দে ফিরবে৷ কিন্তু না ফাইট করতে করতে ক্ষিদ্দা আর পারলেন না৷ লড়াই থেমে গেল৷
দাদা সাহেব ফালকে থেকে পদ্মভূষণ, দেশ বিদেশের নানা পুরস্কার ছিলই৷ সেইসঙ্গে বাঙালির গর্ব সৌমিত্রকে রাজ্য সরকারের তরফে ২০১৫ তে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০১৭ তে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করা হয়৷ তাঁর মৃত্যুতে বাঙালির শিল্পসংস্কৃতির এক ঐতিহ্যমন্ডিত অধ্যায়ের অবসান হল