Home আবহাওয়া বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা

বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা

by banganews

বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতা শহরের আকাশে চড়া রোদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন একদিনের রেকর্ড আক্রান্ত, সংক্রমিত ২৪৯৬, মৃত ৪৫

বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে রাজস্থান থেকে আগ্রা হয়ে হিমালয়ের পাদদেশ থেকে মণিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা।

উত্তরে প্রবল বৃষ্টিপাতের জেরে নদীর উপরকার সেতু ভেঙ্গে গিয়ে ইতিমধ্যেই বেশ কিছু এলাকা বন্যা প্লাবিত হয়ে ব্যাহত হয়েছে জনজীবন,জারি হয়েছে সতর্কতা৷

You may also like

Leave a Reply!