TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কেন্দ্রীয় শ্রম আইনে সংস্কার, ১ জুলাই থেকে দৈনিক কাজের সময় বৃদ্ধির আভাস

কেন্দ্রীয় শ্রম আইনের সংস্কারের সুবাদে এবার দৈনিক কাজের সময় বাড়তে চলেছে। ফলে দৈনিক আট ঘণ্টার পরিবর্তে এবার ‘ডিউটি আওয়ার’ হতে পারে ১২ ঘণ্টা অবধি। তবে মিলতে পারে সপ্তাহে তিন দিন ছুটিও। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তৎপরতায় এই বিষয়ে তোড়জোড় চলছে। তবে সংশ্লিষ্ট শ্রম বিধি সংস্কার সময়সাপেক্ষ বলেই জানা গিয়েছে।

বন্ধ রুটে ট্রাম চালাতে উদ্যোগী রাজ্য সরকার

সূত্রের খবর, দেশের সব রাজ্যগুলি এখনও ওই সংস্কার সংক্রান্ত ‘রুল’ তৈরি করে উঠতে পারেনি। সেই প্রক্রিয়া ঠিকঠাক শেষ হলে তিন মাস পর ১ জুলাই থেকে কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। আরও জানা গিয়েছে, ওই পরিবর্তনের ফলে এক জন কর্মীর বেতন বাবদ হাতে টাকা (টেক হোম স্যালারি) কমে আসার সম্ভাবনা রয়েছে। তেমনই পিএফ-এর অনুদান বাড়ার সম্ভাবনাও প্রবল। তবে গোটা বিষয়টি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে। তবে সম্প্রতি এই প্রক্রিয়া চলার কথাও সংশ্লিষ্ট সূত্রেই জানা গিয়েছে।