কেন্দ্রীয় সরকারের সমস্ত নন-গেজেটেড পদে নিয়োগের জন্য একটি অভিন্ন এজেন্সি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই এজেন্সির মাধ্যমে সমস্ত নন-গেজেটেড পোষ্টের চাকরির জন্য চাকরিপ্রার্থীকে এবার একটি কমন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিভিন্ন বিভাগের জন্য আবেদন করা যাবে৷
চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্যই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হবে৷ আগে বিভিন্ন বিভাগের নন-গেজেটেড শূন্য পদে নিয়োগের জন্য আলাদা আলাদা পরীক্ষা দিতে হত৷ কিন্তু এবার থেকে কমন এলিজিবিলিটি টেস্ট ( CET) এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে৷
এলআইসির এই স্কিমে প্রতিমাসে ৩ হাজার টাকা পেনশন
এর ফলে পরীক্ষার আয়োজন সংক্রান্ত খাতে খরচ হওয়া সরকারের কোটি কোটি টাকা বেঁচে যাবে। চাকরিপ্রার্থীদের বারবার ফর্ম ফিলাপ এবং বারবার পরীক্ষা দিতে হবে না৷ একবার পরীক্ষায় পাশ করলে পরবর্তী তিন বছর বিভিন্ন পোস্টে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সূত্রের খবর ২০২১ থেকে এই অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালু হতে চলেছে।