Home দেশ বড় পদক্ষেপ মোদী সরকারের, এয়ার ইন্ডিয়ার পরে ব্যাঙ্ক বিক্রির পথে কেন্দ্র

বড় পদক্ষেপ মোদী সরকারের, এয়ার ইন্ডিয়ার পরে ব্যাঙ্ক বিক্রির পথে কেন্দ্র

by banganews

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পর এবার আইডিবিআই ব্যাঙ্ককে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে, আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রির ওপেন অফারের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেন, বিনিয়োগকারীদের আগ্রহের মূল্যায়ন করার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসের শেষের দিকে আইডিবিআই ব্যাঙ্কে তার অংশীদারিত্ব বিক্রি করার জন্য আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। এই খবর প্রকাশ হতেই আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪.৪৩ শতাংশ বেড়ে ৪৪.৭৫ টাকা হয়েছে।

চাই না ন্যাটোর সদস্যপদ, যুদ্ধ বন্ধ করার আর্জি ইউক্রেন প্রেসিডেন্টের

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাঙ্কের প্রায় ২৬% শেয়ারও বিক্রির করতে পারে বলে খবর। উল্লেখ্য, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গত বছরের মে মাসে আইডিবিআই ব্যাঙ্কে কৌশলগত বিনিয়োগ এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য অনুমোদন দিয়েছিল।

You may also like

Leave a Reply!