Home বঙ্গ অস্ত্রোপচারের সামর্থ্য নেই, একঘন্টার মধ্যে মিলল স্বাস্থ্যসাথী কার্ড

অস্ত্রোপচারের সামর্থ্য নেই, একঘন্টার মধ্যে মিলল স্বাস্থ্যসাথী কার্ড

by banganews

বঙ্গ নিউস, ৩১ ডিসেম্বর, ২০২০ঃ দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের যশোরাইয়ের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন ও তাঁর স্ত্রী ববিতা। এই দম্পতির তিন মাসের এক শিশু পুত্র রয়েছে। জন্ম থেকেই হার্টের সমস্যা। পেশায় রাজমিস্ত্রি শিশুটির বাবা বিশ্বজিৎ বর্মনের সামর্থ্য নেই চিকিৎসা করানোর। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করার একঘন্টার মধ্যে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পেলেন এই দম্পতি। এবিষয়ে বিশ্বজিৎ বর্মন বলেন, “বালুরঘাট হাসপাতাল থেকে মালদহের একটি বেসরকারি হাসপাতালে সন্তানকে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে দূর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে অস্ত্রোপচার করতে। কিন্ত দেড় থেকে ২ লক্ষ টাকা প্রয়োজন। স্বাস্থ্যসাথীর কার্ডে এই আর্থিক সহায়তা পাওয়া যাবে জানতে পেরেই আমরা চলে আসি জেলা প্রশাসন ভবনে। সন্তানকে বাঁচানোর আরজি নিয়ে আবেদন করি। এদিনই একঘণ্টার মধ্যে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়েছে।”

আরও পড়ুন এই কাজ না করলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে

স্বাস্থ্যসাথীর জেলার ভারপ্রাপ্ত আধিকারিক রানু মণ্ডল বলেন, “জরুরি ভিত্তিতে আমরা শিশুর পরিবারের আবেদনটি পাঠাই রাজ্যকে। সেখান থেকে সন্মতি মেলায় আমরা খুব দ্রুত কার্ড আবেদনকারীদের হাতে তুলে দিতে পেরেছি। এই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। জরুরি প্রয়োজন ভিত্তিতে আমরা জেলা প্রশাসনিক ভবন থেকেই এই পরিষেবা দিচ্ছি সঙ্গে সঙ্গে।” এই পরিষেবা পেয়ে আপ্লুত ওই দম্পতি। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এই কার্ডই তিন মাসের সন্তানের প্রাণ বাঁচাবে বলে আশাবাদী বর্মন দম্পতি।

You may also like

Leave a Reply!