Home লাইফস্টাইল কুকুরের থেকে হতে পারে ডায়াবেটিস?

কুকুরের থেকে হতে পারে ডায়াবেটিস?

by banganews

এখন অনেকেই বাড়িতে কুকুর পোষেন। কিন্তু কুকুরের থেকে আপনার ডায়াবেটিস হতে পারে৷ গবেষণা তেমনটাই বলছে৷ সুইডেনের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে মানুষের মত কুকুরের ডায়াবেটিস হয়। সুইডেনের পেট ইনসিওরেন্স কোম্পানীর তথ্য থেকে সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

ডায়াবেটিস আছে এমন কুকুরের মালিক এর টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় 38%। পাশাপাশি এক লাখ বিড়াল ও মানুষের তথ্য নিয়ে গবেষণা করা হয়েছিল। ডায়াবেটিসের যোগসুত্র বিড়াল এবং তার মালিকের মধ্যে পাওয়া যায়নি।

 

সিবিআই হেফাজত থেকে উধাও ১০০ কেজি সোনা

মানুষের মতই কুকুর ও বিড়ালের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। কোন পলিউট্যান্ট এর সংস্পর্শে আসার কারণে যোগসুত্র তৈরি হতে পারে। তবে এর মূল কারণ কী সে বিষয়ে স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি।

You may also like

Leave a Reply!