Home কলকাতা অনলাইনে জন্ম মৃত্যুর শংসাপত্র দেবে না কলকাতা পুরসভা

অনলাইনে জন্ম মৃত্যুর শংসাপত্র দেবে না কলকাতা পুরসভা

by banganews

কলকাতা, ১২ ডিসেম্বর, ২০২০ঃ  অতিমারী পরিস্থিতিতে অনলাইন কাজে জোর দেওয়া হয়েছে। ক্লাস থেকে পরীক্ষা সবই হচ্ছে অনলাইনে। তবে অনলাইনে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন কলকাতা পুরসভা। সদিচ্ছা থাকলেও উপায় নেই। বাম আমলে অনলাইনে শংসাপত্রের নামে বহু ভুয়ো নাগরিককে সুবিধা পাইয়ে দিয়েছিল একটি অসাধু চক্র।

আরও পড়ুন কৃষক আন্দোলনে ঢুকে পড়েছে মাওবাদীরা, দাবি পীযুষ গোয়েলের

অতীত থেকে শিক্ষা নিয়ে আর এই পদ্ধতিতে হাঁটতে নারাজ কলকাতা পুরসভা। এই প্রসঙ্গে আজ কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন জন্ম বা মৃত্যুর শংসাপত্রে মুখ্য স্বাস্থ্যআধিকারিকের স্বাক্ষর বাধ্যতামূলক। অনলাইনে সেই স্বাক্ষর সম্ভব নয়। তবে এই আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময় পথশিশুদের অনলাইনে শংসাপত্রের নামে অনেক জালিয়াতি হয়েছে। নতুন করে কোনো জালিয়াতি চাইছে না বর্তমান প্রশাসকমন্ডলী। তবে পুরকমিশনারকে অনলাইনে সার্টিফিকেট দেওয়া নিয়ে সার্বিক জটিলতা কাটাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!