বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর, ২০২০ঃ প্রতিনিয়ত দেশের গনতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হচ্ছে। আজ মানবাধিকার টুইট করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন “রাজ্য মানবাধিকার রক্ষায় সচেষ্ট, গনতন্ত্রের উপর বুলডোজার চালানোর একটি প্রবনতা তৈরি হয়েছে। মৌলিক অধিকার খণ্ডন করা হচ্ছে। মানুষের কন্ঠস্বর রোধের চেষ্টা করা হচ্ছে।
Today is #HumanRightsDay. Nowadays, there is a big trend to bulldoze democracy, crush fundamental rights, and muzzle the voice of the people. Our government is committed to upholding #humanrights 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2020
রাজ্যে গত সাড়ে ৯ বছরে ১৯ টি মানবাধিকার আদালত তৈরি হয়েছে। মানবাধিকার রক্ষায় একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি। রাজ্যে তৈরিও হয়েছে মানবাধিকার কমিশন। এর পাশাপাশি কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন অতিমারি পরিস্থিতিতে মানুষ চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে। কেন্দ্র প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের এককালীন ১০ হাজার টাকা করে সাহায্য দিক। এক্ষেত্রে পিএম কেয়ারস ফান্ড ব্যবহারের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।