Home দেশ আত্মনির্ভর ভারত গঠন! এবার ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানি বন্ধ করল মন্ত্রক

আত্মনির্ভর ভারত গঠন! এবার ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানি বন্ধ করল মন্ত্রক

by banganews

ভারতবর্ষকে আত্মনির্ভরশীল করে তুলতে এবার ১০১টি ডিফেন্স মেশিনারি আমদানি বন্ধ করল প্রতিরক্ষা মন্ত্রক। ২০১৫ -র এপ্রিল থেকে ২০২০ সালের অগাস্ট পর্যন্ত প্রায় ৩.৫ লক্ষ-কোটি টাকার সামরিক সরঞ্জাম আমদানি করা হয়েছিল। সুরক্ষায় বিদেশি যন্ত্রাদির আমদানি বন্ধ করে দেশীয় প্রযুক্তির প্রসার ঘটাতে এই উদ্যোগ।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!