বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ মুকেশ আম্বানী 5G পরিষেবা দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন। কিন্তু সরকারি সংস্থা বিসএনএল এখন 4G তেই পৌঁছাতেই পারেনি। এই পরিস্থিতিতে 4G পরিষেবা চেয়ে কেন্দ্রের কাছে কাতর আবেদন জানালেন বিএসএনএল কর্মীরা। সংস্থার কর্মী সংগঠন ‘অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন। তারা এও বলেছেন 4G পরিষেবা না চালু করলে বিএসএনএলকে টিকিয়ে রাখা মুশকিল হবে।
আরও পড়ুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় কৃষকরা, মিলল না সমাধানসূত্র
বিএসএনএল কর্মীদের অভিযোগ গত বছর থেকে 4G পরিষেবার দাবি জানানো হলেও কেন্দ্র কোনো গুরত্ব দেয়নি। এদিকে লাদাখ সংঘাতের পর চিন থেকে কোনোরকম প্রযুক্তি না কেনার নির্দেশ দেওয়া হয় বিএসএনএল কে। আবার চলতি বছরেও গ্রাহক পরিষেবার কাজে আউটসোর্স করছে বিএসএনএল, কর্মীদের অভিযোগ এই কারণে মান পড়ে গিয়েছে সংস্থার। ‘সঞ্চার নিগম এগজিকিউটিভ অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক কে সেবাস্তিন জানিয়েছেন এসব কারণে বারবার বাধার মুখে পড়েছে বিএসএনএল। তাঁর কথায় কর্মীরা একজোট না হলে বিএসএনএল বাঁচানো কঠিন হয়ে উঠবে।