Home পাঁচমিশালি চুরি যাওয়া শিব মূর্তি ফিরিয়ে দিচ্ছে ব্রিটেন

চুরি যাওয়া শিব মূর্তি ফিরিয়ে দিচ্ছে ব্রিটেন

by banganews

রাজস্থানের একটি মন্দির থেকে শিবের মূর্তি চুরি করে পাচার করা হয়েছিল ব্রিটেনে। এবার চুরি যাওয়া সেই প্রাচীন শিব মূর্তি ফিরিয়ে দিচ্ছে ব্রিটিশরা। 4 ফুট লম্বা এই শিব মূর্তি “পাথিহারা” শিল্পের আদলে তৈরি। 1998 সালে রাজস্থানের বাড়োলীর গাটেশ্বর মন্দির থেকে চুরি হয়ে যায় নয়ের দশকে তৈরি হওয়া এই প্রাচীন মূর্তি। ব্রিটেনে একজন ধনী ব্যক্তির সংগৃহীত বহু জিনিসের মধ্যে এই মূর্তি আবিষ্কৃত হলে 2005 সালে ভারত ও ব্রিটিশ, দুই পক্ষের সহযোগীতায় ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয় এই মূর্তি।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!