Home বঙ্গ ৪০০ বছরের ইতিহাসে ছেদ, চলতি বছরে ২৫ ডিসেম্বর খুলছে না ব্যান্ডেল চার্চ এর দরজা

৪০০ বছরের ইতিহাসে ছেদ, চলতি বছরে ২৫ ডিসেম্বর খুলছে না ব্যান্ডেল চার্চ এর দরজা

by banganews

ব্যান্ডেল, ১৬ ডিসেম্বর, ২০২০ঃ করোনা আবহে বদলে গেছে অনেক কিছুই। এবার ৪০০ বছরের ইতিহাসে ছেদ পড়তে চলেছে। চলতি বছরে ২৫ শে ডিসেম্বর বন্ধ থাকছে ব্যান্ডেল চার্চের দরজা। ব্যান্ডেল চার্চ তীর্থযাত্রীদের কাছে বরাবরই একটি আকর্ষণীয় ভ্রমন স্থান। খ্রীষ্টানধর্মাবলম্বী দের কাছে ব্যান্ডেল চার্চের গুরত্ব অনেক বেশী। তবে এবার বড়দিনে হতাশ হতে হবে খ্রীষ্টানধর্মাবলম্বী দের। চলতি বছরে বড়দিনেও বন্ধ থাকবে ব্যান্ডেল চার্চের দরজা। ১৫৯৯ সালে হুগলী নদীর তীরে গড়ে উঠেছিল এই চার্চ। গত ৪২২ বছর ধরে এই চার্চ ঐতিহ্য বহন করে আসছে।

আরও পড়ুন প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন? অজান্তেই হচ্ছে মারাত্মক বিপদ

করোনার প্রকোপে এই প্রথমবার ৪০০ বছরের ইতিহাসে ছেদ পড়তে চলেছে। শুধু হুগলী বা পশ্চিমবঙ্গেই নয় সারা দেশে ব্যান্ডেল চার্চের ঐতিহাসিক গুরত্ব রয়েছে। প্রতিবছর শীতের মরশুমে দূরদূরান্তের মানুষ এই চার্চে ভিড় জমায়। তবে এবছর সব বন্ধ। কোভিড আবহে এখনও বন্ধ ব্যান্ডেল চার্চের দরজা, এবছর তা খোলার সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন চার্চের ফাদার। এমনকি ২৪ শে ডিসেম্বর রাত ১২ টায় প্রার্থনা হবে না। প্রার্থনা হবে ২৫ শে ডিসেম্বর সকাল ৯ টায়। চার্চের সদস্যরাই প্রার্থনা করতে পারবে এবছর। তবে ভার্চুয়াল প্রার্থনার সুযোগ থাকছে। ফাদার ফ্রান্সিস বলেন, ‘এবারে বড়দিনে মাদার মেরি ও যিশুর সামনে সবার আগে বিশ্বে কোভিডে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হবে। পাশাপাশি, প্রভুর কাছে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের আরোগ্য কামনা ও অতিমারী দূরীকরণের আর্জিও জানানো হবে।

You may also like

Leave a Reply!