ইম্ফল, ১৮ অগাস্ট, ২০২০এবার কোভিডের থাবা বক্সিং রিং-এও। ভারতের দ্বিতীয় বক্সার হিসেবে কোভিড ১৯-এ আক্রান্ত হলেন পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী। তারকা বক্সারের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে ভারতীয় বক্সিং তথা ক্রীড়া মহলে।
আরও পড়ুন রাজীব খেলরত্নের জন্য রোহিতের নাম প্রস্তাব
বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন সরিতা দেবি। প্রাথমিক চিকিৎসা করালেও কমছিল না জ্বর। সঙ্গে ছিল গায়ে ব্যথা। তাই আর কাল বিলম্ব করেননি ভারতীয় বক্সার। তড়িঘড়ি করোনা ভাইরাসের পরীক্ষা করান সরিতা দেবী। রিপোর্টে জানা যায়, তিনি কোভিড আক্রান্ত।
নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সরিত দেবী। তবে তিনি একা নন, ভাইরাসের হদিশ মেলে তাঁর স্বামীর শরীরেও। তবে তাঁদের ছেলের রিপোর্ট নেগেটিভ।
আরও পড়ুন মহারাষ্ট্রের দুটি গ্রাম দত্তক নিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ
স্বামী-স্ত্রী দু’জনই ইম্ফলের একটি কোভিড কেয়ার সেন্টারে থাকবেন। তবে এখনও পর্যন্ত দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
তবে সরিতাদেবীর আগে করোনায় আক্রান্ত হন কিংবদন্তি বক্সার ডিঙ্কো সিং। চিকিৎসার পরে এখন তিনি সুস্থ আছেন।