Home বিদেশ আইফেল টাওয়ারে বোমা! দ্রুত খালি করা হল টাওয়ার সংলগ্ন অঞ্চল

আইফেল টাওয়ারে বোমা! দ্রুত খালি করা হল টাওয়ার সংলগ্ন অঞ্চল

by banganews

প্যারিস, ২৩ সেপ্টেম্বর, ২০২০ঃ  বোমাতঙ্কের জেরে খালি করা হল আইফেল টাওয়ার। করোনা অতিমারীর কারণে কিছুদিন টাওয়ার বন্ধ থাকলেও এখন ফের সেখানে পর্যটক সমাগম হচ্ছে। বুধবার প্যারিস পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, আইফেল টাওয়ার স্মৃতিসৌধে বোমা রয়েছে। এই খবর পেয়ে আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হয়৷

আরও পড়ুন বিরাট আন্তর্জাতিক সাফল্য আয়ুষ্মান খুরানার

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, পুলিশের কাছে বেনামী ফোন কল যাওয়ার পর সাবধানতা অবলম্বন করার জন্যই এই পদক্ষেপ করা হয়।

কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন টাওয়ারটি খালি করা হয় এবং সেখানে বোমা রয়েছে কিনা তা নিশ্চিত করতে না পেরে সংস্থার তরফে এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি৷

আরও পড়ুন করোনা রুখতে কতটা কার্যকরী মাস্ক ও ফেস শিল্ড? কী বলছে ফুগাকুর গবেষণা?

প্যারিস পুলিশ নিশ্চিত করেছে, আধিকারিকরা স্মৃতিসৌধের আশেপাশের এলাকা ঘিরে রেখেছে এবং তারা সাইটটি যাচাই করছে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি৷

You may also like

Leave a Reply!