রক্তদান উৎসব প্রসঙ্গে হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তনু ব্যানার্জি বলেছেন, হুগলিতে তৃণমূল-কংগ্রেস দলের তরফে সারাবছর যে যে জনকল্যাণমূলক কাজ করা হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এই রক্তদান উৎসব। হুগলির মানুষের সাথে মা মাটি সরকার সবসময় আছে তাই সরকার ক্ষমতায় আসার আগে থেকে প্রায় 2000 সাল থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। হুগলির সাধারণ মানুষের সহযোগিতায় এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের সাহায্যে এই রক্তদান কর্মসূচি রক্তদান উৎসবে পরিণত হয়েছে। প্রচুর মানুষ এমনকি শুধু হুগলির না অন্যান্য অনেক জেলার মানুষও এই উৎসবে যোগদান করেন। অন্যান্য বছর একজায়গায় এই উৎসব অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য এই বছর 12 টি ওয়ার্ডে ভাগাভাগি করে এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মানুষদের সাথে কথা হলে তাঁদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু বাবু এই রক্তদান উৎসব ছাড়াও আরও নানা সমজসেবামূলক কাজের সাথে জড়িত। তাঁর উদ্যোগে এলাকায় একটি দুর্গাপুজো, সারাবছর ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি একটি পুষ্পমেলাও অনুষ্ঠিত হয়। অসুস্থ এবং দুঃস্থ মানুষদের যথাসম্ভব সেবাও করা হয়।

