Home বঙ্গ প্রকাশ্যে বিজেপি সাংসদের যৌন কেচ্ছা, স্ক্রিনশট দেখে নেট দুনিয়ায় উঠলো ছিছি রব

প্রকাশ্যে বিজেপি সাংসদের যৌন কেচ্ছা, স্ক্রিনশট দেখে নেট দুনিয়ায় উঠলো ছিছি রব

by banganews

রানাঘাট, ৩১ অগাস্ট, ২০২০ঃ  বিজেপির রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের নাম জড়াল নারীঘটিত কলঙ্কে। বঙ্গ বিজেপির নদীয়া জেলার এই সাধারণ সম্পাদক তিনি। সম্প্রতি এই সংসদের সঙ্গে এক মহিলার কথোপকথনের স্ক্রীনশট ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অপরিচিত নম্বর থেকে এই মহিলার সঙ্গে বেশ অন্তরঙ্গ কথাবার্তা চালান তিনি। যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা চালানোর পাশাপাশি পরস্পরের মধ্যে চলতে থাকে ছবি বিনিময়। কেবল এখানেই থেমে থাকেনি বিষয়টা, উভয়ের ভিডিও কলিংয়ের স্ক্রীনশটও এরপর সামনে আসে সেই কলে দুজনকেই আপত্তিজনক অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। একজন মাননীয় সাংসদের এই ধরনের অশালীন আচরণ কতটা সঙ্গত সে নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন আদালত আবমাননা মামলায় ১ টাকা জরিমানা প্রশান্ত ভূষণের

প্রসঙ্গত জগন্নাথ বাবু বিবাহিত, এবং দুই সন্তানের পিতা। তার পত্নী শ্রীমতি অর্পিতা সরকারকে অন্ধকারে রেখে এভাবে একাধিকবার উক্ত মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবৈধ পরকীয়ায় শামিল হয়েছেন এই সংসদ। তার তরফে গভীর রাতে “তোমাকে পাশে চাই” এবং “শিয়ালদা স্টেশন দোতালায় রুম পাওয়া যায়” এ ধরনের কুরুচিকর বার্তা গিয়েছে অপর প্রান্তে। এমনকি দুজনকে অজুহাত দেখিয়ে বন্ধুর বাড়ি যাবার পরিকল্পনাও করতে দেখা যায়। এ বিষয়ে তার নিজের কী বক্তব্য তা জানার চেষ্টা করা হলেও ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। খবরটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তথ্যের সততা আলাদা করে যাচাই করা সম্ভবপর হয়নি।

You may also like

Leave a Reply!