বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। সময়-অসময়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে দলের মধ্যেই অসন্তোষের কারণ হয়ে উঠছেন তিনি। তিনি বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দলের মধ্যে দলাদলির কথা তিনি মুখে যতই অস্বীকার করুন না কেন, নানা দিক থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে দিল্লির হেড অফিসে। আর সেই কারণেই দিল্লি থেকে তার ডাক পড়ে।
আরও পড়ুন : এখনও আশঙ্কাজনক প্রণববাবু, ভালো খবর দিল না সেনা হাসপাতাল
জানা গেছে, বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বাংলার সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হলেও মূল বিষয় ছিল বাংলায় দলের অন্তর্কলহ।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, বাংলায় তিনি একাই একশো। কারোর সাহায্য ছাড়াই তিনি একুশের নির্বাচন জিতিয়ে দিতে পারেন।
আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতি
এহেন মন্তব্যে দলের অন্যান্য নেতৃস্থানীয়রা রুষ্ট হতে পারেন এবং সর্বপরি দলের একতা নষ্ট হতে পারে তাই দিল্লি হাইকমান্ডের তরফে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে দলের সকলকে সঙ্গে নিয়ে চলার এবং কথা বলার ক্ষেত্রে আরও সংযত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে।