Home কলকাতা ধর্ষণ মামলায় বিজেপি‘র কেন্দ্রীয় সম্পাদককে থানায় তলব

ধর্ষণ মামলায় বিজেপি‘র কেন্দ্রীয় সম্পাদককে থানায় তলব

by banganews

কলকাতা, ৯ অগাস্ট, ২০২০: বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। জেরার জন্য ডেকে পাঠাল বেহালা থানার পুলিশ।
রাজ্য বিজেপি-র ভারপ্রাপ্ত নেতা, তথা কেন্দ্রীয় সম্পাদক শিবপ্রকাশের নামে ২ বছরের পুরনো একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বেহালা থানায় ডেকে পাঠানো হয়। অভিযোগ আনেন দলেরই এক মহিলা কর্মী।

আরও পড়ুন ভারত ছাড়ো আন্দোলনের ৭৮ বছর, মমতার শ্রদ্ধাজ্ঞাপন

২০১৮ সালের এই মামলায় আগে বঙ্গ বিজেপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে অভিযোগকারী মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতিতে জামিন পান প্রাক্তন বিজেপি নেতা। কিন্তু বিয়ে হলেও একসঙ্গে থাকতে চাননি অমলেন্দু চট্টোপাধ্যায়। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে নাম ছিল শিবপ্রকাশেরও। এতদিন পর তাঁকে নোটিস পাঠাল বেহালা থানা। আগামী ৭ দিনের মধ্যে তাঁকে থানায় তদন্তকারী অফিসার প্রসেনজিৎ পোদ্দারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই মামলায় চার্জশিটও পেশ করা হয়েছে। সেখানেও নাম আছে শিবপ্রকাশের।

আরও পড়ুন দোকানিদের করোনা টেস্ট বাধ্যতামূলক: কেন্দ্র

প্রসঙ্গত, এই মামলার জেরেই রাজ্য বিজেপি ছাড়তে হয় অমলেন্দু চট্টোপাধ্যায়কে।
বিজেপি সূত্রে খবর, শিবপ্রকাশকে নোটিস পাঠানো ঘিরে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে। তবে প্রকাশ্যে এ সম্পর্কে কোনও মন্তব্য করেননি কেউ

You may also like

Leave a Reply!