জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ ২০২১ এর বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বিশেষ কয়েকটি জেলার প্রতি আলাদা করে নজর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। গতকাল দুদিনের উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে প্রশাসনিক সভা রয়েছে। সেই সভা থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে ৭৫ লক্ষ চাকরি হবে। এই মর্মে কার্ড প্রকাশ করে বিজেপি।
আরও পড়ুন উপস্বাস্থ্যকেন্দ্র করা হল তৃণমূল কার্যালয়কে, খুশি উলুবেড়িয়াবাসী
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই শুধুই প্রতিশ্রুতি, আসলে পুরোটাই প্রতারণা। তিনি সাধারণ মানুষকে কেন্দ্রের প্রতিশ্রুতি প্রত্যেকের একাউন্টে ১৫ লক্ষ টাকার কথা মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখেন আদৌ কি একাউন্টে ১৫ লক্ষ টাকা এসছে? তিনি আরও বলেন “ওরা বাংলায় এক নতুন ধর্ম এনেছে, ঘৃণ্য ধর্ম। কুৎসার ধর্ম। এভাবে ওরা বাংলাকে ধ্বংস করতে চায়। বাংলার মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়।” কিন্তু বিজেপির এই আচরণ কোনো ভাবেই বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সাধারণ মানুষকে পাশে চেয়েছেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কি ক্ষতি হতে পারে তা আজকের জনসভায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।