TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি থাকবে, বাঁকুড়া থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া, ২৩ নভেম্বর, ২০২০ঃ জেলাসফরসূচি বদলে কালই বাঁকুড়া পৌছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জনসংযোগ বাড়ানোই এখন মূল লক্ষ। তবে এবার আদিবাসীদের ভালোবেসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে প্রতিবছর বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি থাকবে রাজ্যে। এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন যেমন পুজোর ছুটি হয়, ঈদের ছুটি হয়, গুরুনানকের জন্মদিনে ছুটি হয়। এবার থেকে বিরসা মুন্ডার জন্মদিনে ক্যালেন্ডারে ছুটি থাকবে। তাঁর এই ঘোষণায় খুশি আদিবাসীরাও।

আরও পড়ুন অধিকার খর্ব পুর চেয়ারম্যানদের, পুরকর্মী নিয়োগ কেন্দ্রীয়ভাবে

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন, তারপর এক মুর্তিতে মাল্যদান করে বিরসা মুন্ডার মুর্তি বলে দাবি করে। এনিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। এবার বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করে আদিবাসী সমাজে জনসংযোগ আরও শক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত লোকসভা নির্বাচনে বাকুড়া থেকে একটিও আসন পায়নি তৃণমুল। এবার বিধানসভা নির্বাচনের আগে এই জায়গাগুলিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমুল সুপ্রিমো নিজে। এবার বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করে কিস্তিমাত করলেন মুখ্যমন্ত্রী।