বঙ্গ নিউস, ৫ জানুয়ারি, ২০২১ঃ দেশে করোনার প্রকোপ কিছুটা কম হলেও প্রতিদিন কয়েকহাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও কো-ভ্যাকসিনকে ভারতে ছাড়পত্র দিলেও এখনও শুরু হয়নি টিকাকরণ। এরই মধ্যে বার্ড ফ্লু ভাবাচ্ছে দেশবাসীকে। কয়েকদিন আগেই রাজস্থানের কয়েকশ ময়ূর ও কাকের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছিল। এবার আরও তিনটি রাজ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন আইন বাতিল না করলে ঘরে ফেরার প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিল কৃষকরা
রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশ , কেরল ও হিমাচল প্রদেশে কয়েকশ পাখির মৃত্যু খবর সামনে এসেছে। এই চারটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। শয়ে শয়ে পাখির মৃত্যু ভাবাচ্ছে প্রশাসনকে। রাজস্থানের ঝালওয়ার, কোটা, বারান, যোধপুর থেকে পাখিদের মৃত্যুর খবর সামনে আসার পরই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন। জারি করা হয় বার্ড ফ্লু অ্যালার্ট। একই ভাবে বার্ড ফ্লু ছড়িয়েছে কেরলেও। হিমাচল প্রদেশে ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার পরিযায়ী পাখি মারা গিয়েছে। তার মধ্যে অর্ধেকের বেশি পাখির মৃত্যু হয়েছে রাজ্যের রং জলাভূমিতে। প্রথমে মৃত্যুর কারণ সঠিক ভাবে ধরা না গেলেও এখন স্পষ্ট, বার্ড ফ্লু ভাইরাসেই মৃত্যু হয়েছে ওই পাখিদের।প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে এলাকার পোলট্রিগুলির উপরে।