Home Uncategorized গুগল ক্রোমকে আরও সুরক্ষিত করতে যুক্ত হল বায়োমেট্রিক ভেরিফিকেশন

গুগল ক্রোমকে আরও সুরক্ষিত করতে যুক্ত হল বায়োমেট্রিক ভেরিফিকেশন

by banganews

Internet user-দের তথ্য সুরক্ষিত রাখতে এবং Online Transaction-কে আরো সহজ করতে ব্যবস্থা গ্রহণ করলো Google। Chrome ব্রাউজারের Auto-fill option-এ user-দের তথ্য, password এবং Financial Information ইত্যাদি সংরক্ষিত থাকে। এই তথ্য সুরক্ষিত রাখতে Google সম্প্রতি কয়েকটি security tools নিয়ে এসেছে। যার ফলে এবার থেকে অনলাইনে credit cards ব্যবহার করার সময় আগে Biometric verification করতে হবে।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!