Home বঙ্গ ফিরছেন বিমল গুরুং

ফিরছেন বিমল গুরুং

by banganews

দীর্ঘ সাড়ে তিন বছর পর আবারও পাহাড়ে ফিরছেন বিমল গুরুং। পাহাড়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। সূত্রের খবর, সব ঠিক-ঠাক থাকলে আগামী রবিবার নিজ ভূমিতে ফিরবেন বিমল গুরুং। বিমল সহ গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব এখন কলকাতায় রয়েছেন।

এই সপ্তাহের শেষে কলকাতা ছেড়ে পাহাড়ের পথে রওনা হবেন তারা। রবিবার ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন কিংবা চম্পাসারির মাঠে বিমল গুরুং এর জনসভা আছে। দিন তিনেক সেখানে থাকবেন। সাংগঠনিক কাজকর্ম সেরে পাহাড়ে যাবেন তিনি।

 

ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দিয়েও সবাই ফেল মালদহ ডিএলএড কলেজে

 

রবিবার কার্শিয়াংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরির সভায় ভিড় হয়েছিল দেখার মত। পাহাড়ে ফেরার পর প্রথম জনসভাতেই বিশাল জমায়েত দেখে উচ্ছ্বসিত গোর্খা জনমুক্তি নেতারা। দার্জিলিং পুরসভার পুর-প্রতিনিধিরাও এদিনের জনসভায় উপস্থিত ছিলেন। কার্শিয়াংয়ের জনসভা থেকে  রোশন গিরি বলেন,”পাহাড়ের মানুষ গোর্খা জনমুক্তি মোর্চার পাশে ছিল, আছে, থাকবে। সমগ্র পাহাড় বিমল গুরুংয়ের নেতৃত্বে ভরসা রাখে।”

You may also like

Leave a Reply!