Home দেশ করোনা ভ্যাক্সিন: বিল গেটস ফাউন্ডেশনের ১৫ কোটি ডলার

করোনা ভ্যাক্সিন: বিল গেটস ফাউন্ডেশনের ১৫ কোটি ডলার

by banganews

পুণে, ৭ অগাস্ট, ২০২০: করোনা ভ্যাক্সিনের জন্য ১৫ কোটি ডলার অনুদান দিল বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। ২০২১ সালে বিশ্বের গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভ্যাক্সিন পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে গাভি ভ্যাক্সিন অ্যালায়েন্সকে দেওয়া হয়েছে এই অনুদান। গাভি ভরসা রেখেছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র ওপর। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভ্যাক্সিন পৌঁছে দেওয়ার কাজটি করবে সেরাম। প্রাথমিকভাবে ভ্যাকসিন পৌঁছবে ৯২টি দেশে।
সেরাম সূত্রে জানা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স এই দুই প্রতিষেধকের প্রত্যেক ডোজের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ টাকা।

আরও পড়ুন ফ্লাইট মিস করায় হাতছাড়া ক্রিকেট টুর্নামেন্ট

গরিব দেশে দ্রুত যাতে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, সেদিকে নজর রাখবে গাভি ভ্যাক্সিন অ্যালায়েন্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস-এর পরিকল্পনায় কোভ্যাক্স প্রকল্পের শরিকও গাভি। কোভ্যাক্স প্রকল্পের লক্ষ্য হল, ২০২১ সালের মধ্যে ২০০ কোটি কার্যকরী করোনার প্রতিষেধক বানিয়ে ফেলা।

You may also like

Leave a Reply!