Home বিনোদন বড়পর্দার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান

বড়পর্দার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান

by banganews

বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ গত আটমাস পরে এই প্রথম সিনেমা হলে পা রাখলেন আমির খান। জুহুর পিভিআর কমপ্লেক্সে গিয়ে দেখলেন ‘সুরজ পে মঙ্গল ভারী’। তিনি যে সিনেমাহলে যাচ্ছেন, আগেই জানিয়েছেন আমির। সেই সঙ্গে এতদিন পর বড়পর্দায় ছবি দেখবেন ভেবে তাঁর নতুন করে উত্তেজনা হচ্ছে, একথাও জানাতে ভোলেননি।

আরও পড়ুন অবশেষে চিকিৎসার অনুমতি পেলেন ভারভারা রাও

মনোজ বাজপেয়ী, ফতিমা সানা শেখ, দিলজিত দোসাঞ্জ অভিনীত এই ছবি মুক্তি পাবে ১৫ নভেম্বর। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রিত হয়েছিলেন আমির। শো শেষে আবার পিভিআর-এর কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
প্রসঙ্গত, লকডাউন পরবর্তী বড়পর্দার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন হলিউডের টম ক্রুজও। ক্রিস্টোফার নোলানের ‘টেনেন্ট’ ছবি দেখেছেন সিনেমাহলে বসে। তারপর পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
হলিউডের টম ক্রুজ আর বলিউডের আমির খান, লকডাউন-উত্তর বড়পর্দার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালন করলেন নিঃসন্দেহে।

You may also like

Leave a Reply!