Home Uncategorized দুর্গাপুজোয় লাইভে ভরসা বেলুড়মঠের

দুর্গাপুজোয় লাইভে ভরসা বেলুড়মঠের

by banganews

কলকাতা, ২০ সেপ্টেম্বর, ২০২০: রামকৃষ্ণ মঠ ও মিশনের ১১৯ বছরের ইতিহাসে এই প্রথম। রীতি মেনে পুজো হলেও লক্ষ লোক উপচে পড়া কুমারী পুজোর প্রাঙ্গন দেখা যাবে না।
বিশেষ সূত্রের খবর, সন্ধিপুজো, কুমারীপুজো সহ দুর্গাপুজোর সমস্ত লোকারণ্য পর্বগুলো এবার প্রযুক্তিতে সরিয়ে আনছে বেলুড়মঠ। অনুষ্ঠান হবে সবটাই। নিয়ম মেনে পুজোও হবে। তবে মানুষ দেখবেন প্রযুক্তিতে। বেলুড় মঠ ও মিশনের পেজ থেকে লাইভ স্ট্রিমিং হবে। যাঁরা চাইবেন, পরে রেকর্ডেড ভার্সানও দেখতে পারেন।

আরও পড়ুন রেশন ব্যবস্থায় বড়সড় বদল! এখনই জেনে নিন

আর অতি উৎসাহী যাঁরা পুজোর সময় মঠ প্রাঙ্গনে একবার হাজির হবেনই? না। খালিহাতে তাঁদের ফিরতে হবে না। মঠের মূল প্রবেশদ্বারের বাইরে যে জায়ান্ট স্ক্রিন, সেখানে দেখতে পাবেন দুর্গাপুজোর সমস্ত খুঁটিনাটি।
করোনা অতিমারিতে সতর্কতা অবলম্বন করতে গিয়ে মঠ কর্তৃপক্ষের এছাড়া কোনও উপায় নেই।

You may also like

Leave a Reply!