Home কলকাতা পুজোর মুখে শহরে ফের বানজারা গ্যাং

পুজোর মুখে শহরে ফের বানজারা গ্যাং

by banganews

কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২০: পুজোর মুখে শহরে বানজারা গ্যাং। কলকাতার পুরনো সমস্যা আবারও প্রকট হল। ভিখারির বেশ ধরে টাকা ছিনতাইকারী দল এই বানজারা গ্যাং। কয়েকবছর আগে অবধি বানজারা গ্যাংয়ের প্রাদুর্ভাবে নাভিশ্বাস উঠেছিল শহরের মানুষের। বিশেষ করে কোনও বড় উৎসবের মুখে ঘাঁটি গেড়ে বসত এই গ্যাঁ। সেই আতঙ্ক ফিরে এল আবারও।

আরও পড়ুন মানসিক সমস্যায় আছেন রাহুল, মন্তব্য অনুপমের

কলকাতা পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোডে এই টাকা ছিনতাইয়ের ঘটনা শুরু হয়েছে সম্প্রতি। একইদিনে এই অভিযোগ নিয়ে শেক্সপিয়ার থানায় এসেছে দুটি পরিবার। একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের মানিব্যাগ ছিনতাই করে পালিয়েছে এই ভিখারীবেশী দুষ্কৃতি। ওই একই থানা এলাকায় এর পরের ঘটনাটি ঘটেছে এক দম্পতির ক্ষেত্রে।
এরাও বানাজারা গ্যাংয়ের সংক্রিয় সদস্য বলেই মনে করছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে বানাজার গ্যাংয়ের একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ।
মূলত মহিলা ও কিশোরদের এই গ্যাং কাজে লাগায় বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Reply!