TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাচ্চা কুমির উদ্ধার খেজুরিতে

খেজুরি ২৪ সেপ্টেম্বর, ২০২০ঃ  বন দফতর সূত্রে জানা গেছে মৎস্যজীবিরা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় নদীর চরে এই কুমিরটি দেখতে পান ।ভোর ছ’টা-সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে।উদ্ধার হওয়া এই কুমিরের বাচ্চাটি লম্বায় প্রায় এক ফুট।স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন ভোররাত্রে একাধিক বিস্ফোরণ ONGC প্লান্টে

উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি- ২ ব্লকের পশ্চিম পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।সেই কারণেই সমুদ্র সংলগ্ন খাঁড়িতে সকালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় তাঁরা এই বাচ্চা কুমিরটিকে নদীর চরে ঘুরে বেড়াতে দেখেন।

মৎস্যজীবিদের হাতে ফের কুমির বাচ্চা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তে কাতারে কাতারে উৎসাহী মানুষ ভিড় জমায় নদীর চরে।এর আগে চলতি মাসের ১২ তারিখে সমুদ্র সংলগ্ন খাঁড়িতে সকালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে খেজুরি নিচকসবা গ্রামের বাসিন্দা মৎস্যজীবী নভেন্দু দাস এর জালে উঠে এসেছিলো কুমির বাচ্চা ।এবার পশ্চিম পাঁচুড়িয়াতে মৎস্যজীবিদের হাতে ধরা পড়লো এই কুমির বাচ্চা ।খবর পেয়ে বন দফতরের আধিকারীকেরা ঘটনাস্থলে ছুটে যায়।

কুমির বাচ্চা পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয় বনদপ্তরে অধিকারীরা।স্থানীয় মানুষ ও বন দফতরের মতে খেজুরি তথা কাঁথির সমুদ্র উপকূলে কুমির ধরা পড়ার ঘটনা সম্ভবত এই নিয়ে দ্বিতিয়বার ঘটলো।জানা গেছে মৎস্যজীবিদের জালে ধরা পড়া এই বাচ্চা কুমিরটি বর্তমানে বন দপ্তরের খেজুরির বিট অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

আরও পড়ুন করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

তবে এই এলাকায় কী ভাবে কুমিরের মত প্রাণী পাওয়া যাচ্ছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেনা বন দফতর।তাঁদের আশঙ্কা আমফান ঝড়ের সময় কিংবা অন্য কোনভাবে মা কুমির এই এলাকায় চলে আসে ।সেই কুমির বাচ্চা প্রসব করায় এগুলি এখন দেখা যাচ্ছে৷