Home বঙ্গ বালিগঞ্জে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভোটারদের ধন্যবাদ জানিয়ে বাবুল সুপ্রিয়র টুইট

বালিগঞ্জে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভোটারদের ধন্যবাদ জানিয়ে বাবুল সুপ্রিয়র টুইট

by banganews

বালিগঞ্জ উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়ে গেল বিজেপি প্রার্থী কেয়া ঘোষের। বালিগঞ্জে তৃতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, এক জন প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৬ ভাগের এক ভাগের থেকেও কম ভোট পান,তবে তাঁর জামানত জব্দ হয়। জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীরও। ১০ হাজারের গণ্ডি পেরিয়ে বিজেপি প্রার্থী পেয়েছেন ১২ হাজার ৯৬৭ ভোট। আর চতুর্থ স্থানে কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ১৯৫ ভোট।

জয়ের জন্য বালিগঞ্জ, আসানসোলবাসীকে ধন্যবাদ অভিষেকের

বালিগঞ্জের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তৃতীয় স্থানে বিজেপির থেকে সিপিএমের প্রাপ্ত ভোটের ফারাক বাড়ছে অনেকটাই। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৫০ হাজার ৭২২ ভোট আর সিপিএম প্রার্থী সায়রা হালিম পেয়েছেন ৩০ হাজার ৮১৮ ভোট। বাবুলের ব্যবধান ২০,২২৮ ভোটের। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।

এই পরিপ্রেক্ষিতে, বাবুল সুপ্রিয় বালিগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন এবং সেখানে তিনি কেয়া ঘোষের জামানত বাজেয়াপ্ত হওয়ার কথাও উল্লেখ করেন। তাঁর টুইট-’ভুল ভুল, বিজেপি ইন্ডিয়া প্রার্থী আসলে তার জামানত হারিয়েছেন – জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, মোট প্রদত্ত ভোটের ৬% এর কম পাওয়ার জন্য এবং শুধুমাত্র চূড়ান্ত পরিসংখ্যানের জন্য। অবশেষে আমার মার্জিন ২০২২৮ ভোট হওয়ার ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ বালিগঞ্জ. দিদির প্রতি কৃতজ্ঞতা’।

You may also like

Leave a Reply!