বঙ্গ নিউস, ১ ডিসেম্বর, ২০২১ঃ খেজুরির অন্যতম টুরিস্ট স্পট হিজলিতে আগত পর্যটকদের পরিবেশ বিষয়ে সচেতন করতে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা উজান ওয়েলফেয়ার ট্রাস্ট l পিকনিক করতে আসা পর্যটকদের থার্মোকল, প্লাস্টিকের থালা, বাটির বদলে শালপাতার থালা, বাটি তুলে দেয় তারা। সেইসঙ্গে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদেরকে অবহিত করার কাজও করল ওই সংস্থা।
আরও পড়ুন মেদিনীপুরে শুরু ‘ বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান
কাঁথি থেকে পিকনিক করতে আসা দিব্যেন্দু চক্রবর্তী সংস্থার এমন উদোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এরপর থেকে তিনি প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে সচেতন হবেন l সংস্থার সম্পাদক প্রতীক দাস জানান, “সারাবছর আমরা বিভিন্ন সময়ে পরিবেশ বিষয়ক আলোচনা, প্লাস্টিক সাফাই অভিযান করে থাকি। আজ সেই কর্মসূচির অংশ হিসেবে হিজলিতে সদস্যরা শালপাতা বিতরণ ও সতর্কীকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।”