Home কলকাতা অমিত শাহ কে পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবে ?

অমিত শাহ কে পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবে ?

by banganews

সকাল ১১ টায় অমিত শাহ’র ওয়েব সমাবেশ শুরু হওয়ার কথা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়েব সমাবেশ শুরুর আগেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি চিনা সেনার এদেশে অনুপ্রবেশ সম্পর্কে ট্যুইটে প্রশ্ন তুলেছিলেন। অমিত শাহ বাংলায় তৃণমূলের অপশাসনের অভিযোগের কথা তুললে ফের তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যনার্জি৷

সকাল সাড়ে ১০ টা নাগাদ অভিষেক ব্যানার্জি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন। তাতে তিনি লেখেন, বিপদের সময় সম্মানীয় অমিত শাহজির কথা শুনতে পায়নি বাংলা। দয়া করে নিজের সময় মতো এই প্রশ্নটির জবাব দেবেন। অভিষেক প্রশ্ন করেন, চিন ভারতের জমি দখল করে আছে কিনা।

আরও পড়ুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকের হাতে জব কার্ড তুলে দেওয়া হলো

 

কিন্তু ঘণ্টাখানেকের জন সংবাদ অভিযানে একবারও অমিত শাহের মুখে শোনা যায়নি চিন প্রসঙ্গ। অমিত শাহের ভাষণ শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ট্যুইট করে সরাসরি বিজেপি তথা অমিত শাহকে কটাক্ষ করেন৷

দুপুর ১ টায় করা ট্যুইটে ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, তিনি অমিত শাহ’র ভাষণের কোনও সারমর্ম খুঁজে পান নি৷ অমিত শাহ বাংলা থেকে তৃণমূলের বেরিয়ে যাওয়ার কথা বললেন বটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে তিনি আবারও জানতে চান, কখন চিনেরা ভারতের মাটি থেকে বিদায় নেবে?

আরও পড়ুন হারিয়েছে কাজ? চিন্তা করবেন না-কর্মভূমি আসছে। জানালেন মুখ্যমন্ত্রী

চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে ইদানীং উত্তেজনার পারদ চড়ছে। অভিযোগ ভারতের ভূখণ্ডে জোর করে দখল নেওয়ার চেষ্টায় আছে চিনের লালফৌজ। এই অভিযোগের সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন থাকলেও এ বিষয়ে প্রশ্ন উঠছেই । এ প্রসঙ্গে প্রথমে রাহুল গান্ধীর প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। এবার অভিষেক ব্যানার্জি একই প্রশ্ন করলেন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

You may also like

Leave a Reply!