TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মাদক পাচারের চেষ্টা, এনসিবি-র হাতে গ্রেপ্তার ৪

চেন্নাই, ২৪ অক্টোবর, ২০২০ঃ বিদেশে মাদক পাচার করতে গিয়ে এনসিবি-র গোয়েন্দাদের হাতে ধৃত চার যুবক। বৃহস্পতিবার কবির ইব্রাহিম, তাবরেজ মোল্লা , বসির আহমেদ ও মহম্মদ হামিদ আলম নামের চার যুবককে গ্রেপ্তার করেন এনসিবি-র গোয়েন্দারা। এর মধ্যে হামিদের বাড়ি বিহারে বাকি তিনজন মুম্বইয়ের বাসিন্দা। চেন্নাই ও জেহানাবাদের স্থানীয় আদালতে তোলার পরে তাঁদের শীঘ্রই কলকাতায় আনা হবে বলে এনসিবি সূত্রে খবর।

আরও পড়ুন বিসর্জনের শোভাযাত্রায় অনুমতি নেই লালবাজারের

এনসিবি- সূত্রে আরও জানা গেছে গত ১১ মার্চ ৬ কেজি মাদক উদ্ধার হয় যা পিতলের ফুলদানিতে ভরে অস্ট্রেলিয়ায় পাচার করা হচ্ছিল। ঘটনার তদন্তে নেমে জানা যায় চেন্নাইয়ের একটি দল নিয়মিত বিদেশে মাদক সরবারহ করে। দ্বিতীয়বার ১৩ অক্টোবর ফের চার কেজি পাউডার অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু সেবারও এনসিবি আটক করে এবং জানা যায় মার্চের ঘটনায় এরাই যুক্ত ছিল। তখন হামিদের সন্ধান পায় গোয়েন্দারা। এই দলের সম্পর্কে তথ্য পান এনসিবি গোয়েন্দারা। সেই ভিত্তিতে চারজন কে গ্রেপ্তার করা হয়।