Home দেশ নতুন বছরেই ব্লক হতে পারে আপনার এটিএম কার্ড!

নতুন বছরেই ব্লক হতে পারে আপনার এটিএম কার্ড!

by banganews

1 জানুয়ারি থেকে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে যদি EMV না থাকে। যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড না হয় তাহলে যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক আপনার কার্ড ব্লক করে দেবে। সাইবার ক্রাইম এর হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতেই রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশিকা জারি করেছে৷

কৃষক আন্দোলনের জেরে কমছে খাদ্যদ্রব্যের দাম
ইন্টারন্যাশনাল পেমেন্ট স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলানোর জন্য পুরোনো কার্ড বাতিল করা হবে৷ কীভাবে নতুন কার্ডের আবেদন করবেন? প্রথমে ব্যাংকের নেট ব্যাঙ্কিং পোর্টালে লগইন করবেন।সেখানে এটিএম কার্ড সার্ভিস অপশনে ক্লিক করে এটিএম কার্ড সার্ভিস অপশনটি সিলেক্ট করে অ্যাকাউন্টের নম্বর দেবেন। কার্ড যার নামে হবে সেই নামটি দেবেন। এরপর কার্ডের টাইপ বেছে নিয়ে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট করলেই ওটিপি আসবে আপনার নিজস্ব প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড ভুলে গেলে ওটিপি ব্যবহার করুন। ভেরিফাই করে সাবমিট করলে কনফারমেশন মেসেজ আসবে।তাহলেই আপনার বাড়িতে ব্যাঙ্কের মাধ্যমে পৌঁছে যাবে ডেবিট কার্ড।

You may also like

Leave a Reply!