Home কলকাতা করোনা আক্রান্ত অতীন ঘোষ

করোনা আক্রান্ত অতীন ঘোষ

by banganews

কলকাতা, ২৭ অগাস্ট, ২০২০ঃ

কলকাতা, ২৭ অগাস্ট, ২০২০ : কোভিড-১৯ আক্রান্ত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। শহরের করোনা সংক্রমণ রুখতে এবং এই মারণ ব্যাধির মোকাবিলায় প্রথম সারির একজন হয়ে লড়াই করেছেন তিনি। সব রকম বিধিসম্মত সতর্কীকরণ মেনে চলার পরেও বর্তমান পুর-প্রশাসক মণ্ডলীর অন্যতম অতীন ঘোষ চিহ্নিত হলেন কোভিড পজিটিভ হিসেবে৷ বৃহস্পতিবার নিজের ফেসবুকে হ্যান্ডেল থেকে তিনি একটি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন বিরাট-অনুষ্কার জীবনে নতুন অতিথি

 

পোস্টটিতে তিনি বলেন যে বিগত কয়েক মাস যাবৎ শহর জুড়ে করোনা লড়াইয়ের অংশীদার হয়ে তিনি প্রথম সারিতে থেকেছেন । যথাযথ সতর্কতমূলক ব্যবস্থা গ্রহণ করার সত্ত্বেও গতকাল করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি। তার রোগ লক্ষণ এবং উপসর্গগুলি মৃদু, তাই তিনি, সস্ত্রীক নিজের বাসভবনে সেল্ফ-আইসোলেশনে আছেন। তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন হালকা লক্ষণ সত্ত্বেও তিনি পুরোপুরি সুস্থবোধ করছেন। তিনি আরও জানান যে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে, তিনি আবার পুরোদমে শুরু করবেন।

 

 

You may also like

Leave a Reply!