Home বঙ্গ নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস, বদল বিসর্জনের নিয়মে

নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস, বদল বিসর্জনের নিয়মে

by banganews

বেলডাঙ্গা, ২৭ অক্টোবর, ২০২০ঃ উৎসবের মরশুমে বিষাদের ছায়া বেলডাঙ্গার হাজরা পরিবারে। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে পরিবারের পাঁচ জনের। বেলডাঙ্গার হাজরা পরিবারের দুর্গা ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় ডুমনি নদীতে।হঠাৎই প্রতিমা সহ যাত্রীবোঝাই নৌকাটি উল্টে যায়। পাশে আরেকটি নৌকা ছিল সেটিও উল্টে যায়। নৌকায় থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন তীরে উঠে পড়েন। সন্ধে পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন শোভাবাজার রাজবাড়ির উমার দূত ভেসে যায় জলে…

পুলিশি তল্লাশিতে রাতে হাজরা পরিবারের ৫ জনের দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসছে হাজরা পরিবারে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপার্সন। এই ঘটনার পরেই বিসর্জনের একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। কোনো প্রতিমাই নৌকায় করে বিসর্জন দেওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কিভাবে এই দূর্ঘটনা ঘটল? এক মাঝি জানিয়েছেন, উল্টে যাওয়া নৌকায় যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন। জোর করে মাঝিকে নৌকা থেকে নামিয়ে দেওয়া হয়। প্রতিমার একটি দড়ি তাঁদের পায়ে আটকে গিয়েছিল ফলে তাঁরা তীরে উঠে আসতে পারেননি।

You may also like

Leave a Reply!