Home বিদেশ স্কুল খোলার পরেই সংক্রামিত ৮ পড়ুয়া

স্কুল খোলার পরেই সংক্রামিত ৮ পড়ুয়া

by banganews

মিসিসিপি, ৮ অগাস্ট, ২০২০: করোনা হটস্পটে স্কুল খোলা হল জোর করে। আর তারপরেই স্কুলে এসে আক্রান্ত ৮ ছাত্রছাত্রী। তাদের সংস্পর্শে আসা আরও একশোজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল সঙ্গে সঙ্গে। ঘটনাটি আমেরিকার মিসিসিপির। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও খোদ মার্কিন প্রেসিডেন্টের জোরাজুরিতে স্কুল চালু করার গাইডলাইন প্রকাশ করতে বাধ্য হয় সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। চলতি সপ্তাহে কিছু স্কুলে ক্লাসও শুরু হয়ে যায়। আর তারপরেই সমস্যার সূত্রপাত।

আরও পড়ুন : কুলভুষণ যাদব মামলার পিটিশনে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ তৈরির নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট

খবরে প্রকাশ, মিসিসিপি হল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম হটস্পট। তা সত্ত্বেও সেখানে চালু হয় স্কুল। অ্যালকর্নের করিন্থ শহরে বিভিন্ন স্কুলে ক্লাস শুরুর পরই অসুস্থ হয়ে পড়ে ৮ জন ছাত্রছাত্রী। এরপরই তড়িঘড়ি তাদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা, প্রোফাইল ফটো পরিবর্তনে শোকপ্রকাশ এয়ার ইন্ডিয়ার

করিন্থে এই মুহূর্তে দ্রুত হারে ঘটছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে স্কুল খোলার প্রতিবাদের সরব হয়েছেন অভিভাবকদের একাংশ।
যদিও মিসিসিপির গভর্নরের বক্তব্য, “আমরা পজিটিভ কেসগুলো চিহ্নিত করেছি। বাকিদেরও ট্রেস করেছি সফলভাবে। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।”

You may also like

Leave a Reply!