Home দেশ অরুণাচল প্রদেশকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি, ভারতকে খোঁচা চিনের

অরুণাচল প্রদেশকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি, ভারতকে খোঁচা চিনের

by banganews

নয়াদিল্লি ৭ সেপ্টেম্বর ২০২০ : অরুণাচল প্রদেশকে ভারতীয় এলাকা বলে তারা কখনোই স্বীকৃতি দেয়নি, এমনই মন্তব্য করে বসলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন। পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা এখনো স্তিমিত হয়নি, এরই মধ্যে সোমবার চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে লিজিয়নের বক্তব্য নতুন বিতর্কের সম্ভাবনা উসকে দিয়েছে।

আরও পড়ুন ২২ সেপ্টেম্বর রাজ্যে বাস ধর্মঘটের ডাক

ঝাও লিজিয়ন বলেন, ” চিন কোনদিনও অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি কারণ ওই অঞ্চলটি চীন অধীনস্থ দক্ষিণ তিব্বতের অংশবিশেষ।”
সাম্প্রতিক অরুণাচল প্রদেশে পিপলস লিবারেশন আর্মি কর্তৃক পাঁচজন ভারতীয় যুবক অপহৃত হওয়ার যে তথ্য উঠে আসছিল তা সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় সেনার পক্ষ থেকে নিখোঁজ যুবকদের সন্ধানে লাল ফৌজের কাছে একটি বার্তা আসে, এই বিষয়ে তারা কিছুই জানে না।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগে কস্তুরী হরিণের খোঁজে যাওয়া পাঁচজন ভারতীয় যুবককে চিন সেনা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়েই হটলাইনে পিএলএ’কে বার্তা পাঠায় ভারতীয় সেনা।

আরও পড়ুন ICICI ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচারের স্বামীকে গ্রেফতার করল ইডি

এই প্রসঙ্গ উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু টুইট মারফত বেইজিংকে কড়া বার্তা দেয়। তারই প্রত্যুত্তরে গ্লোবাল টাইমসে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র উক্ত মন্তব্য করেন, যার ফলে নতুন বিতর্কের সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠছে।

You may also like

Leave a Reply!