TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শক্তি বৃদ্ধি করছে ‘অর্ণব’, দেখে নিন আজকের আবহাওয়া আপডেট

ক্রমশ শক্তি বৃদ্ধি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে অর্ণব। তবে এর গতিপ্রকৃতি কেমন হবে তা এখনও বলা যাচ্ছে না। নিভারের প্রভাব কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দূর্যোগের মুখোমুখি তামিলনাড়ু।

স্বাস্থ্যসাথী এবার দোরগোড়ায়, বাড়ি গিয়ে ফর্ম বিলি করা হবে

আজ সকাল থেকে কলকাতা শহর কুয়াশাছন্ন। শীতের খুব একটা প্রকোপ না থাকলেও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তবে কবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে তা এখনই বলা যাচ্ছে না। সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় সংগঠিত হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ।