Home আবহাওয়া নিভার এর পর অর্ণব ?

নিভার এর পর অর্ণব ?

by banganews

বঙ্গ নিউস, ৭ ডিসেম্বর, ২০২০ঃ নিভার বিদায় নিতেই আরও এক ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া দপ্তর। নাম ‘অর্ণব’ মায়নমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত ১৬৯ টি নামের মধ্যে থেকে এই নামকে বেছে নেওয়া হয়েছে৷ অর্ণব এর গতিবেগ, অভিমুখ কিছুই এখনো জানা যায়নি৷

আরও পড়ুন ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

এদিকে ডিসেম্বরের এক সপ্তাহ কেটে গেছে কিন্তু কনকনে ঠাণ্ডা এখনও পায়নি বাংলার মানুষ। দু একদিন তাপমাত্রার পারদ সামান্য নিম্নগামী হয়েছিল বটে ,কিন্তু পরক্ষণেই তা আবার চড়তে শুরু করছে। সাগরে একের পর এক ঘূর্ণিঝড় সংগঠিত হচ্ছে, আর তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কুয়াশা পড়লেও বেলা বাড়তে সূর্য এর কড়া নজর থাকছে বঙ্গে৷

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

You may also like

Leave a Reply!