Home দেশ করোনার মধ্যেই আরও এক অজানা রোগে আহমেদাবাদে মৃত ৯

করোনার মধ্যেই আরও এক অজানা রোগে আহমেদাবাদে মৃত ৯

by banganews

আহমেদাবাদ, ১৮ ডিসেম্বর, ২০২০ঃ  করোনা পিছু ছাড়েনি৷ এরই মধ্যে নতুন উপদ্রব। নিউ দিল্লি মুম্বাই এরপর আহমেদাবাদের আক্রান্ত ৪৪ জন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের৷ মিউকরমাইকোসিস হল এক ধরণের জটিল ছত্রাকের সংক্রমণ। নতুন রোগ চিন্তা বেড়াচ্ছে দেশবাসীর৷

আরও পড়ুন Vodafone Idea চালু করল Wi-Fi কলিং

প্রধানত নাক বা চোখ দিয়ে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৷ দ্রুত চিকিৎসা শুরু হলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি ৷ নয়ত মৃত্যুও হতে পারে ৷ ডায়াবেটিস থাকলে এই রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷

দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে দু’দিন আগেই নতুন করে এই রোগে আক্রান্ত ১২ জন রোগীকে চিহ্নিত করা হয়েছে ৷ মুম্বইতেও বেশ কয়েকজন আক্রান্ত। এবার আহমেদাবাদেও ৪৪ জনের মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷

You may also like

Leave a Reply!