মুম্বই, ১৫ অগাস্ট, ২০২০: রিয়া চক্রবর্তীর দাবি নস্যাৎ করে ‘সত্য’ প্রকাশ করলেন অঙ্কিতা লোখান্ডে। তাঁর ফ্ল্যাটের ইএমআই-এর টাকা তিনি নিজেই মেটান। ফ্ল্যাটের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ নিজেই আজ প্রকাশ করেন অঙ্কিতা।
আরও পড়ুন : শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, অসহ্য গরম থেকে স্বস্তির আশ্বাস
রিয়ার দাবি ছিল, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই মেটাতেন সুশান্ত। মৃত্যুর আগে অবধি সাড়ে চার কোটি টাকা ইএমআই মিটিয়েছিলেন তিনি।
এই দাবির বিরুদ্ধে অঙ্কিতা টুইটে লেখেন, ”আমায় নিয়ে যে জল্পনা চলছে, সেকারণেই আমি আমার ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজ এবং আমার মাসিক ভিত্তিতে আমায় অ্যাকাউন্ট থেকে যে ইএমআই কেটেছে তার তথ্য তুলে ধরলাম। এখানে ২০১৯ এর জানুয়ারি থেকে ২০২০-র মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে।”
আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতি
এদিকে অঙ্কিতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তিও। তিনি অঙ্কিতার পোস্টের নিচে কমেন্টে লেখেন, ”তুমি অর্থনৈতিকভাবে নিজের উপরই নির্ভরশীল, স্বাধীন একজন মহিলা। তোমার জন্য গর্ব হয় আমার”।
অঙ্কিতার পাশে দাঁড়িয়ে মহেশ শেঠি লেখেন, ”তোমার প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তোমার জন্য গর্ব হয়।”