Home বিনোদন মহম্মদ রফিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান গাইলেন আনন্দ রাও

মহম্মদ রফিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান গাইলেন আনন্দ রাও

by banganews

ক্লাস এইটে পড়ার সময় হঠাৎ একদিন রফি সাহেবের গান কানে আসে৷ গুনগুন করতে করতে নিজেরও গাইতে ইচ্ছে করে৷ সেই থেকেই যাত্রা শুরু সঙ্গীতশিল্পী শিক্ষক আনন্দ রাও এর৷  আস্তে আস্তে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন৷  পড়াশুনার পাশাপাশি চলছিল গান৷

হায়দ্রাবাদে জন্মেছেন। দক্ষিণ ভারতীয় মানুষটির মাতৃষা তেলগু। পড়াশোনা সূত্রে কলকাতায় এসে ভালোবেসে ফেলেন বাংলাকে৷ মহম্মদ রফির গান গাইতেন ভালোবেসে।  স্নাতকোত্তর শেষে ব্যাঙ্গালোরে যান।ব্যাঙ্গালোর থেকে দুবাই ইত্যাদি জায়গায় হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া ইত্যাদি জায়গায় অনুষ্ঠান করেছেন। তারপর দেশ-বিদেশেএকাধিক অনুষ্ঠান করেন৷ ১৯৯৫ সালে শ্রীরামপুর মাহেশে আসেন শিক্ষকতা করতে৷

 

তখন থেকেই নিজের গান করার ইচ্ছে হল৷ যেহেতু ছোট থেকেই মহম্মদ রফির গান তাঁকে অনুপ্রাণিত করেছে, তাই তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন গানে গানে৷ BE ZUBAAN AANSOO গানটি মহম্মদ রফির প্রতি আনন্দ রাও এর শ্রদ্ধার্ঘ্য৷ আনন্দ রাও এর মতে, ভারতবর্ষে এই প্রথম রফি সাহেবকে অরিজিনাল কোন গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর আগে কেউ করেননি৷

 

এই গানের কথা লিখেছেন জেড. এ.ওসমানি, সুর করেছেন নগেন্দ্র চৌধুরী, সঙ্গীতায়োজন করেছেন গাম্বলি ব্যানার্জী৷ গত ২৩ ডিসেম্বর মহম্মদ রফি’র পুত্র শাহিদ রফি ব্যারাকপুর সুকান্ত সদনে এসেছিলেন৷ তিনি আনন্দ রাও এর গানের উদ্বোধন করেন।

রিয়েলিটি শো নয়, নব রবি কিরণের নিখাদ রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতাকে সাধুবাদ জানালেন দেবাদৃত চট্টোপাধ্যায়

তারপর আনন্দ রাও এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রফি সাহেবের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ নিবেদিত এই গান৷ সমগ্র গান জুড়েই ভক্তের ভালোবাসা তাঁর ভগবানের প্রতি নিবেদিত৷ মহম্মদ রফি যে সুরজগতে সমুজ্জ্বল চিরকাল গানের মাধ্যমে সেই কথাও প্রকাশ করেছেন আনন্দ রাও।

You may also like

Leave a Reply!