Home দেশ রণক্ষেত্র বেঙ্গালুরুতে সম্প্রীতির দৃষ্টান্ত : মন্দির আগলে মানববন্ধন মুসলিমদের

রণক্ষেত্র বেঙ্গালুরুতে সম্প্রীতির দৃষ্টান্ত : মন্দির আগলে মানববন্ধন মুসলিমদের

by banganews

বেঙ্গালুরু, ১২ ই অগাস্ট, ২০২০ : সাম্প্রদায়িক হিংসার মাঝেই সম্প্রীতির নজির গড়ল বেঙ্গালুরু। মানববন্ধন করে সারারাত মন্দির পাহারা দিলেন একদল মুসলিম যুবক। বেঙ্গালুরুর ডিজে হাল্লি থানার এই অঞ্চলে অবস্থিত এই মন্দির পাহারা দেন প্রায় চল্লিশ জন যুবক। মঙ্গলবার রাতের এই মানববন্ধনের ভিডিওটি পোস্ট করে সংবাদসংস্থা ANI।

আরও পড়ুন আইপিএল-এ ডাক না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

আসল ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। সেদিনই বিতর্কিত সাম্প্রদায়িক ফেসবুক পোস্টটি করেন কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপো। ঝড় ওঠে নেটদুনিয়ায়। রাত্রিবেলায় উত্তেজিত একদল মানুষ বিধায়কের বাড়ির সামনে ভিড় জমায়। ছোঁড়া হয় ইট, পাথর ও কাঁচের বোতল। ২-৩ টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর বিক্ষুব্ধ জনগণ হাল্লি থানায় হামলা চালায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় ২জনের। আহত আরও বেশ কয়েকজন। এই ঘটনায় ৬০ জন পুলিশকর্মীও গুরুতর জখম হয়েছেন।

You may also like

Leave a Reply!