Home বঙ্গ মমতার চিঠিতে আপ্লুত অমর্ত্য সেন, উত্তরও দিলেন

মমতার চিঠিতে আপ্লুত অমর্ত্য সেন, উত্তরও দিলেন

by banganews

বঙ্গ নিউস, ২৮ ডিসেম্বর, ২০২০ঃ সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করেছিল অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী-র একাংশ বিশ্বভারতীর অংশে পড়েছে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। নোবেলজয়ী অর্থনীতিবিদ-এর বিরুদ্ধে এহেন অভিযোগ মেনে নেয়নি সুশীল সমাজ। প্রতিবাদে গর্জে উঠেছেন বিদ্দ্বজনরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছিলেন অমর্ত্য সেনকে। মুখ্যমন্ত্রীর সমর্থনযোগ্য চিঠি পেয়ে আপ্লুত অমর্ত্য সেন।

আরও পড়ুন প্রথম চালকবিহীন মেট্রো ছুটবে দিল্লিতে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে যে তিনি ভরসা পেয়েছেন তা নিজেই চিঠি দিয়ে জানিয়েছেন অমর্ত্য সেন। তাঁর লেখা মর্মস্পর্শী চিঠি আজ নবান্নে এসে পৌঁছেছে। প্রতীচী বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন ‘আপনার পরিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই অপশক্তিগুলি আপনার শত্রু হয়ে উঠেছে। এই লড়াইয়ে আপনার পাশে রয়েছি।’ এই চিঠির উত্তর দিয়েছেন অমর্ত্য সেন। তিনি লিখেছেন, মমতার সমর্থন পেয়ে তিনি খুবই খুশি। নিজের ব্যস্ততার ফাঁকেও যে মমতা আক্রান্তের পক্ষে গলা তুলেছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান অর্থনীতিবিদ।

You may also like

Leave a Reply!